বরিশালে শিশু ধর্ষণের অপরাধে শাজাহান রাঢী নামের এক বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা অথবা আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামির উপস্থিতে সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়- ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের শিশুকন্যা শুকনো কাপড়-চোপড় আনতে বাড়ির পাশের মাঠে গেলে পড়শী শাজাহান রাঢী তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে একই বছরের ৭ মার্চ অভিযুক্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সেয়দ জামান রাঢ়ীর ছেলে শাজাহানের বিরুদ্ধে মামলা করেন।
সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক হাওলাদার একই বছরের ১৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত মামলাটিতে ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ ঘোষণা করলেন।