বরিশাল সদর উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ সভা ও পুনর্বাসনের লক্ষে ১২ ভিক্ষুকের মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই সভা ও চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মুক্তিযোদ্ধা কাওছার হোসেনসহ অন্যান্যরা।
সভায় সদর উপজেলা ভিক্ষুকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। একইসাথে ১২ ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এই টাকা দিয়ে তারা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ভ্যান কিনে পরিচালনা করবেন। এ কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে কিনা তা ফলোআপ করবেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা।