অনলাইন ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মজনুকে (৩৫) আটক করছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত মজনুর কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মজনু গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আ. সাত্তারের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সূত্রে সংবাদ আসে গাংনী উপজেলা সহড়াতলা গ্রামে একটি বাড়িতে হেরোইন কেনাবেচা চলছে। ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মজনুকে আটক করা হয়। বাকি দুই মাদক ব্যবসায়ী রহমত আলী ও সামসু পালিয়ে যায়।
পরে আটক মজনুকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
হেরোইন রাখার অপরাধে মজনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা করা হয়েছে।
অভিযানে এএসআই ইব্রাহিম হোসেন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল সোহাগ মিয়া, লোকমান হোসেন, মাসুদ হাসান অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।