বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ১০, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম পৌর শহরে গলায় ফাঁস দিয়ে আবু তাহের (৫২) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন।
বুধবার (৯ মার্চ) সকালে শহরের হিঙ্গন রায় গোরস্থান পাড়া নামক এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদিতে জুতা পায়ে ওঠেন। সেই সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মারধর করেন।
এ ঘটনায় কলেজের কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘদিনের সম্মানহানি ও হতাশাগ্রস্ত হয়ে তিনি সকালে বাসার দ্বিতীয় তলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তার স্ত্রী নাদিরা বেগম ৪ তলা থেকে নেমে স্বামীকে সিলিং ফ্যানে ঝুলানো দেখে তিনি চিৎকার করেন। পরে বিষয়টি জানাজানি হলে, পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
কলেজ শিক্ষকের স্ত্রী নাদিরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ভালো মানুষ। তার কলেজের কর্মচারীরা কয়েক দিন থেকে তাকে ফোন করায়, মামলা নিয়ে তিনি মানসিক দুঃচিন্তায় ছিলেন। সকালে নামাজ পড়ে হাঁটতেও বের হয়েছিলেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক