মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো সোমবার বরিশালেও অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

হরতাল সফল করতে সোমবার সকাল ৬টা থেকে নগরীতে প্রচারপত্র বিলি, বিক্ষোভ মিছিল-সমাবেশ শুরু করেছেন নেতাকর্মীরা। তারা নগরীর নতুনবাজার, জেলখানা মোড় ও কাকলী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এ সময় চালকদের গাড়ি চালনা বন্ধের অনুরোধ করা হয়। হরতালে নাগরিক ভোগান্তি রোধে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট, বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের নেতৃত্বে পিকেটিংয়ে অংশ নেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিরেন্দ্র নাথ, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি কিশোর চন্দ্র বালা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

তাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবাইকে হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নগরবাসীকে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official