31 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা রাজণীতি শিক্ষাঙ্গন

নির্বাচন সুষ্ঠু না হলে ছাত্রলীগের সব প্যানেল জয়ী হতো: শোভন

প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে উল্লেখ করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, না হলে ছাত্রলীগের সব প্যানেলই জয়ী হতো।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে। সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে। আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে।

রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোট গ্রহণ করা হয়। যদি এত ঝামেলা হতো তাহলে কিন্তু ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো। সেটা কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এখনও পরিবেশ শান্ত রয়েছে।’
শোভন বলেন, ‘আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরতো, লাশ পড়তো। সেই পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক। এখানে কেউ যেন বাধা দিতে না পারে।

আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে ভোট দিয়েছেন, তাতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখবেন। কারণ, ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তাদের প্রতি আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে একটু তাকান। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে ঢাবির শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official