26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

বঙ্গবন্ধু এদেশ উপহার দিয়েছে, শেখ হাসিনা সোনার বাংলা উপহার দেবে: শিল্পমন্ত্রী আমু

সেই দিন সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর পিছনে ঐক্যবদ্ধ ছিল বলেই বঙ্গবন্ধু এদেশ উপহার দিয়েছে। আর আজকে শেখ হাসিনার পিছনে শোল কোটি মানুষকে যদি ঐক্যবদ্ধ করা যায় তাহলে তিনি যেটা বলছেন আমি সোনার বাংলা উপহার দেবে। তার দ্বারাই সেটা সম্ভব আর এটাই বাস্তব। তাই শেখ হাসিনার উন্নায়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সোনার বাংলার লক্ষ্যে আগামি নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে তার হাতকে আরো শক্তিশালি করতে হবে।
শনিবার বিকাল ৫টায় সদর উপজেলার ঐতিহ্যবাহি গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আ’লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মো: গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, যারা এই দেশে মুক্তিযোদ্ধা বিরোধি শক্তি পাক হানাদার বাহিনির দোসর হিসেবে যারা লক্ষ্য মানুষের সম্মান নষ্ট করেছিল, নিজের হাতে মানুষ হত্যা করেছিল, মায়ের কোল থেকে মাসুম বাচ্চা কেড়ে নিয়ে লাইট পোস্টের সাথে মাথা ঠুকে হত্যা করছিল, সেই জল্লাদদের নিয়ে যারা মন্ত্রীসভা গঠন করে জোট গঠন করে তাদের হাতে এই দেশের ক্ষমতা দেয়া যেতে পারেনা। তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সেই লক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এর পূর্বে শিল্পমন্ত্রী আমু ইউনিয়নের বিশখালি বিধৌত চর ভাটারা কান্দা এলাকায় নবনির্মিত সাইক্লোন সেন্টার’র শুভ উদ্বেধন করেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official