মে ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ঠেকাতে মাঠে প্রশাসন

বরিশালে অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রি ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন। শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়েছেন। এসময় অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি অপরাধে অন্তত চার দোকানিকে জরিমানাও করেন। ২০/৩০ টাকা মুল্যের মাস্ক দাম বাড়িয়ে তারা ১৫০/২০০ টাকা মূল্যে বিক্রি করছিল।

জেলা প্রশাসন সূত্র জানায়- মরণঘাতি করোনাভাইরাস বাংলাদেশেও বিস্তার লাভ করেছে এমন সংবাদ ছড়িয়ে শহরের চকবাজারসহ আশপাশের ব্যবসায়ীরা সম্প্রতি মাস্ক অতিরিক্ত মূল্যে বিক্রি শুরু করলে বিষয়টি জেলা প্রশাসককে অভিযোগ আকারে অবহিত করে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত চকবাজারের বিক্রিয় কেন্দ্রগুলোতে হানা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির প্রমাণ মিললে নগরীর ফলপট্টি এলাকার ২ দোকানিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসীন মার্কেটের ১ দোকানিকে ২০ হাজার টাকা এবং জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে ৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এবং অপরাপর ব্যবসাপ্রতিষ্ঠান মালিকদের করোনাকে পুঁজি করে মাস্ক বাণিজ্য সম্পূর্ণরুপে বন্ধ রাখার হুঁশিয়ারি দেন।

এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় চার দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official