নিউজ ডেস্ক:
বরিশাল- ঢাকা মহসড়কের এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জের রামপট্রি বাজারের কাছে বরিশালগামী সুগন্ধা যাত্রীবাহি পরিবহনের সাথে বরিশালগামী কাভার্ট ভ্যানের সাথে সংঘর্ষে কাভার্ট ভ্যানের হেলফার সাইফুল সিকদার নামের কাভার্ট ভ্যানের হেলফারের মৃত্যু ঘটে।
আজ সোমবার (১১ই মার্চ) সকাল ৬টার দিকে এঘটনা ঘটে।
বরিশাল এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর মুকুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহি সুগন্দা পরিবহনের পিছনে থাকা বরিশালগামী একপি কাভার্ট ভ্যান, এয়ারপোর্ট থানাধীন রামপট্রি বাজারের নিকট স্থানে পিছন থেকে কাভার্ট ভ্যানটি সুগন্দা পরিবহনকে ধাক্কা দেয়, এতে কাভার্ট ভ্যানে হেলফার সাইফুল সিকদার আহত হয়। তাকে দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
নিহত হেলফার সাইফুল সিকদারের বাড়ি নড়াইল জেলার তুলারামপুর গ্রামে। তার এছাড়া অন্য কোন পরিচয় থানা পুলিশ জানাতে পারেনি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।