28 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশাল নগরীর ট্রাক চালক উজ্জল হত্যা, দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নগরীতে চাঞ্চল্যকর পিআকআপ চালক উজ্জল হত্যা মামলায় চার্জ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মামলার আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করেন জেলা ও দায়রা জজ প্রথম অতিরিক্ত আদালতের বিচারক এমএ হামিদ। মামলার তদন্তকারী কর্মকর্তার দেয়া চার্জশিট আমলে নিয়ে গতকাল তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেন তিনি। পরে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন। একই সাথে মামলায় অভিযুক্ত আসামি সোহাগ ও রমজানকে জেলে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, উজ্জল পশ্চিম রহমতপুরের বসিন্দা আব্দুর রব সিকদারের ছেলে। পেশায় পিকআপ চালক ছিলেন তিনি। সোহাগ, রবিউল ও উজ্জল একই সাথে চলাফেরা করতেন। সোহাগ ও তার সহযোগীরা বিভিন্ন কনস্ট্রাকশন সাইট থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে উজ্জলের পিকআপ ভ্যানের মাধ্যমে বিক্রয় করতেন।

এতে সোহাগের কাছে উজ্জলের ১৫০০ টাকা পাওনা হয়। ১২০০ টাকা দেয়ার পরও তার কাছে ৩০০ টাকা পাওনা থাকে। বিভিন্ন সময়ে টাকা ফেরত চাওয়ার পরেও না দেয়ায় গড়িয়ারপাড়ের নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের ঠিকাদার স্বপনকে তাদের চুরির কথা বলে দেন উজ্জল। এনিয়ে সোহাগের সাথে বিরোধ শুরু হয় উজ্জলের।

এরই ধারাবাহিকতায় উজ্জলকে হত্যার পরিকল্পনা করেন সোহাগ। গত বছরের ১ আগস্ট উজ্জলকে ফোন করে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডে ডেকে নেন সোহাগ। পরে রবিউল ও রমজানের সহযোগিতায় উজ্জলকে জবাই করে হত্যা করে স্ট্যান্ডের পাশে বালিচাপা দিয়ে রাখেন।

এ ঘটনায় পরের দিন উজ্জলের মা পারভিন বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। একই বছরের ২৩ ডিসেম্বর সোহাগ, রবিউল ও রমজানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন থানার পরিদর্শক এআর মুকুল (তদন্ত)। চার্জশিটটি আমলে নিয়ে বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official