বিএনপি আইন ও সংসদ মানে না বলে অভিযোগ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তাদের কথায় কান দেবেন না।
শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে আইনমন্ত্রী বলেন, ১৯৪৯ সালে বঙ্গবন্ধু তার রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলনা ভাসানীকে নিয়ে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ১৯৪৮ সালে বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু মানুষকে অধিকার আদায়ের বিষয়ে বুঝিয়েছিলেন এবং শিখিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে তাকে কিছু বিপথগামী ইতর ও বেইমানের হাতে প্রাণ দিতে হয়।
তিনি আরও বলেন, বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।