বুধবার , ৯ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ব্যবসায়ীর গোডাউনে মিললো ১০২ বস্তা চাল!

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ৯, ২০২২ ১:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক দুই দোকানের গোডাউনে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় গরীবের দশ টাকা কেজি দরে ১০২ বস্তা চাল উদ্ধার করেছে গোপালুপর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার হেমনগর বাজার দুইটি দোকানের গোডাউনে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

এ সসয় উপস্থিত ছিলেন- গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ও গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ। অভিযানকালে বাজার সমিতির সভাপতি মৃত আব্দুল হামিদের ছেলে মো. হুমায়ুনের গোডাউন থেকে ৭৪ বস্তা চাউল ও হায়দার আলীর ছেলে মো. মোশারফ হোসেন গোডাউন থেকে ২৮ বস্তা চালসহ মোট ১২৮ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক ও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকান অভিযান চালিয়ে ১০২ জব্দ জাল উদ্ধার করা হয়

তিনি বলেন, অভিযান বিষয়ে জানতে পেরে অসাধু চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - প্রচ্ছদ