শুক্রবার , ১১ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই : ইউক্রেনের এমপি

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ১১, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ

বর্তমান ইউক্রেনের কোনো শহরই নিরাপদ নেই বলে জানিয়েছেন ইউক্রেনের সংসদ সদস্য ইননা সোভসুন।

শুক্রবার সকালে এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির। ইননা সোভসুন বলেন, আমরা গত দুই সপ্তাহ ধরে দিনে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারিনি।


বিবিসির বরাত দিয়ে তিনি বলেন, অবশ্যই আমরা আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্ককে আছি। কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদের দখল করতে দিতে পারি না।

তিনি আরও বলেন, আমাদের লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের জন্য সেটা যতই ভয়ঙ্কর হোক না কেন। সোভসুন বলেন, তিনি বিশ্বাস করেন না যে পশ্চিমাদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা পুতিনের আক্রমণ বন্ধ করার জন্য যথেষ্ট।

তিনি আরও বলেন, আমি বিশ্বের কাছে অনুরোধ করছি দয়া করে হস্তক্ষেপ করুন। দয়া করে রাশিয়াকে আমাদের সবাইকে মেরে ফেলতে দেবেন না এবং পুরো দেশকে ধ্বংস করতে দেবেন না। আমরা এর প্রাপ্য কিছু করিনি।


উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৬তম দিন।

সর্বশেষ - প্রচ্ছদ