28 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব : মেয়র সাদিক

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃত। বিবিসি জরিপে জনপ্রিয় ভোটে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতার জন্য। যাঁর কর্ম ও অবদান সারা বিশ্ববাসীর স্বীকৃতি আদায় করেছে। যাঁর অন্তত একটি ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। যাঁর প্রতি বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক ও মনীষী শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাঁর শতবর্ষ উপলক্ষে সব আয়োজনে সেই উচ্চতা, মান ও মর্যাদা রক্ষা হওয়া উচিত।

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় সার্কিট হাউজ মিলনায়তনে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার কথা জানানো হয় সভায়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজী উৎসবের মধ্য দিয়ে বরিশালে মুজিববর্ষ উদযাপন শুরু করবে সিটি করপোরেশন। ১৭ মার্চ সন্ধ্যায় বরিশাল জেলা স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দেশের খ্যাতনামাসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিরতিতে চলবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা। এছাড়া থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

সমন্বয় সভায় বক্তৃতা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন ও প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমুখ। সভায় বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official