31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

আইসিসির প্রশ্ন, সাকিব কি বিশ্বসেরা অলরাউন্ডার নয়?

এত দীর্ঘ সময় ধরে আর কোন ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে? গত বছরের প্রায় সিংহভাগ সময় সাকিব আল হাসান ছিলেন ইনজুরিতে। যে কারণে র‌্যাংকিংয়ে হয়তো দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে সাকিব আল হাসানকে।

কিন্তু মেসি যেমন ফিফা বর্ষসেরার পুরস্কার না পেলেও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বসেরা, তেমনি র‌্যাংকিংয়ে শীর্ষে না থাকলেও সাকিব আল হাসানই বর্তমান সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। জীবন্ত কিংবদন্তি।

আগের দিনই ৩২তম জন্মদিন পালন করেছেন সাকিব আল হাসান। জন্মদিনে এবারের আইপিএলে খেলেছেন নিজের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম বাংলাদেশি হিসেবে ঘণ্টা বাজানোর গৌরব অর্জন করলেন তিনি বার্থ ডে বয় হিসেবে।

সেই সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে নামার সুযোগ না পেলেও বল হাতে শুরুতেই সানরাইজার্স হায়দরাবাদকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে জয়টা পেলেন না তিনি। তবুও, ম্যাচ শেষে সাকিবের জন্মদিন ঘটা করে পালন করেছে হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি। একই সঙ্গে ভক্ত-সমর্থকদের উষ্ণ অভিনন্দনেও সিক্ত হয়েছেন তিনি।

তবে সাকিবের কাছে স্পেশাল মনে হতে পারে একটি টুইট বার্তা। যেখানে তাকে এমন এক জায়গায় তুলে ধরা হয়েছে, যা দেখলে হয়তো নিজেও গর্বিত হয়ে যেতে পারেন এক সময়ে একই সঙ্গে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষে থাকা সাকিব।

গতকাল রাতেই টুইটারে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা আইসিসি। একই সময় প্রায় একই বক্তব্য দিয়ে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে, মাশরাফি বিন মর্তুজা নামের একটি টুইটার পেজ থেকে। যদিও ওই পেজটি মাশরাফির কি না তা নিশ্চিত নয়।

সাকিবের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আইসিসির করা ওই টুইটের শেষে ছুড়ে দেয়া একটি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে (সাকিব আল হাসান) কি ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার নন তিনি?

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official