বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা প্রশাসনের মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির নিয়ে কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে মুজিববর্ষ উদযাপনের জন্য তাদের হাতে নেয়া ব্যাপক কর্মসূচীর কথা অবহিত করেন। সভায় মুজিববর্ষ উপলক্ষ্যে তিন পর্যায় দরিদ্র জনগণের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়ার কথাও জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আ. লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, ভাইস-চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুর ইসলাম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিপুল চন্দ্র দাস ও প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমান।