27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

আমির খানের নতুন মিশন, ওজন কমবে ২০ কেজি

বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন ছিলো ১৪ মার্চ। নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হলেন তিনি। দিলেন নতুন সিনেমার ঘোষণা।

মি. পারফেক্টশনিস্ট আমির সেই সিনেমার নাম ঠিক করেছেন ‘লাল সিং চাড্ডা’। এটি যৌথভাবে নির্মাণ করবে ভিয়াকম ১৮ মোশন পিকচাস এবং আমির খান প্রোডাকশন।

জানা গেছে, স্বনামের একটি উপন্যাসের গল্প অবলম্বনে ১৯৯৪ সালের কমেডি ড্রামা ‘ফরেস্ট গাম্প’ ছবিটি নির্মিত হয়েছিলো। উপন্যাসটি প্রকাশিত হয়েছিলো ১৯৮৬ সালে। সেই ছবির গল্পে অনুপ্রাণিত হয়ে আমির রিমেক নির্মাণ করতে যাচ্ছেন। তারই রিমেক ছবিটি হবে ‘লাল সিং চাড্ডা’।

এতে আমির খান অভিনয় করবেন টম হ্যাঙ্কসে চরিত্রে। এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন।

সিনেমাটি নিয়ে আমির খান বলেন, ‘আবারও নিজেকে বদলাতে হবে। ২০ কেজি ওজন কমাতে হবে এই ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রের জন্য। চলতি বছরের অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করবো। এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি।’

‘ফরেস্ট গাম্প’র রিমেকে উৎসাহী হওয়ার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর গল্পটি আমার খুবই পছন্দের। দারুণ একটা ভালোলাগা থেকেই রিমেক করতে উৎসাহী হলাম।’

তবে ছবিতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেটি এখনো জানা যায়নি।

এদিকে আমির খানকে সর্বশেষ দেখা গেছে বিজয় কৃষ্ণা পরিচালিত ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায়। যশরাজ ফিল্মসের প্রযোজনায় মেগা অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পেয়েছিলো গত বছরের ৮ নভেম্বর। আমির খান ছাড়া এতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্ছন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ প্রমুখ। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official