নভেম্বর ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

আমি কারো উপর নির্ভরশীল হয়ে কাজ করতে চাই না : মেয়র সাদিক

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্ল­াহ বলেছেন, ‘জয় বাংলা’ শ্লোগান আমার দল আওয়ামী লীগের একার শ্লোগান নয় ‘জয় বাংলা’ শ্লোগান এখন মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের সকল মানুষের শ্লোগান।

সাদিক আব্দুল্ল­াহ বলেন, আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রতি মুহুর্তে সিটির দূর্নীতি মোকাবেলা করতে গিয়ে মাঝে মধ্যে ঝুঁকি মোকাবেলা করতে হয়। পাশাপাশি আমার এই শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ রাতের আধারে আমি একাই নিবিড়ভাবে পর্যবেক্ষন করে থাকি। আমি কারো উপর নির্ভরশীল হয়ে কাজ করতে চাই না।

এসময় সিটি মেয়র আরো বলেন, এই নগরীর একজন রিক্সাওয়ালা আমার কাছে মূল্যবান ভোটার। প্রধানমন্ত্রী একজন মর্যাদাপূর্ণ ভোটার হওয়া সত্বেও প্রতিটি ভোটারের মূল্য আমার কাছে সমান। আমি সিটি কর্পোরেশন থেকে কোন ধরনের সুযোগ-সুবিধা গ্রহন করতে আসি নি। আমি নগরবাসীকে সেবা দিতে এসেছি। সিটি কর্পোরেশন নগরবাসীর প্রতিষ্ঠান।

আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা খেলা ঘড়ের সম্মেলন ও শিশু সমাবেশের অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

বরিশাল জেলা খেলা ঘড়ের সভাপতি শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন বিশেষ গোয়েন্দা শাখা (সিটিএসবি) উপ-পরিচালক জুলফিকার আলী হায়দার, খেলাঘড় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী ।

অনুষ্ঠানে সিটি মেয়র আরো বলেন, আমাদের ভিতর কিছু অভিভাবক আছেন যারা তদবির আর দূর্নীতির আশ্রয়ে শিশুদেরকে ভাল স্কুলে ভর্তি করাতে চায়। আমি এটার সাথে একমত নই। আমি চাই আগামী প্রজন্মের শিশুরা নিজেদের যোগ্যতা মেধা বিকাশ ঘটিয়ে বড় হবে। শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে তার পরে শিশুদেরকে আপনার কথা বুঝাতে হবে। এসকল শিশুদেরকে শুরুতে দূর্নীতির দিকে ঠেলে দিবেন না। তাই বরিশাল সিটির শিশুদের প্রতিটি উন্নয়ন মূলক কাজে আমি মেয়র সব সময় প্রস্তুত আছি এবং শিশুদের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করে যাব।

এর পূর্বে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহ, জাতীয় সংগীত পরিবেশনকালে জেলা খেলাঘড় সভাপতি ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্চে জাতীয় ও দলীয় খেলাঘড়ের পতাকা উত্তোলন করে। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বরিশাল জেলা খেলাঘড় সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। পরে অনুষ্ঠানের শুরুতে নৃত্য শিল্পিরা নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহবায়ক ও বরিশাল খেলাঘড় সাধারন সম্পাদক কৌশিক আহমেদ রাহাত।

শিশু সমবেশেরবরিশাল জেলার ১৬টি শিশু সংগঠনের কয়েকশত শিশু অংশ গ্রহন করে। এছাড়া অনুষ্ঠানের ২য় পর্ব সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official