বরিশালের উজিরপুরে পুলিশ ও ছাত্রদের বাধার কারনে বাল্যবিবাহ থেকে রেহাই পেল নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। সে উপজেলার গুঠীয়া ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের আব্দুল ওহাব খানের কন্যা ও গুঠীয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
জানাগেছে আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সকালে ছাত্রীর পরিবার বিবাহের আয়োজন করলে গোপন সংবাদের মাধ্যমে ছাত্রীর সহপাঠীরা জানতে পেরে পুলিশকে জানায়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এ এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহের আয়োজন পন্ড করে দিয়ে ছাত্রীকে উদ্ধার করে স্কুলের ক্লাসে ফিরিয়ে দেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার এ এস আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ছাত্রদের সহযোগীতায় ছাত্রীকে উদ্ধার করে ক্লাসে ফিরিয়ে দিয়েছি তবে কাউকে গ্রেফতার করতে পারিনি।
গুঠীয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও গুঠীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ দেলোয়ার ছাত্রীকে বাল্যবিবাহ রোধ তাকে উদ্ধার করে ক্লাসে ফিরিয়ে দেয়ার পুলিশ কে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ও পুলিশের প্রশংসা করেন এবং বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।