31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটার জ্যোতি পেলেন এক লাখ টাকা

এশিয়া কাপজয়ী জাতীয় নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শেরপুরের কৃতি সন্তান নিগার জ্যোতিকে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে শহরের চকবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জ্যোতির আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে এশিয়া কাপজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নিগার সুলতানা জ্যোতিকে গত বছরের ১৩ জুন শেরপুরে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক এমপি জাতীয় দলের এই ক্রিকেটারকে তার অনবদ্য কীর্তির জন্য এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুত অর্থই বুধবার জ্যোতির হাতে তুলে দিয়ে কথা রাখলেন হুইপ আতিক এমপি।

শেরপুর শহরের ১নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হক দম্পতির মেয়ে নিগার সুলতানা জ্যোতি। ২০১৮ সালের ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

টুর্নামেন্টের ফাইনালে পরাশক্তি ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছিলেন। তার ওই ইনিংসটিই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official