বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, মুজিববর্ষের এই মহান মার্চ মাসে তোমাদের কর্মজীবনের প্রথম যোগদান। জনগণের সাথে সদাচার এবং আস্থা বজায় রেখে সেবা নিশ্চিত করবে। “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ;এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে ।
আজ রবিবার (১৫ মার্চ) পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত (১৮০ জন পুরুষ ও ২৮ জন নারী কনস্টেবল) মোট ২০৮ জন কনস্টেবলদের ০৬ দিন ব্যাপি ওরিয়েন্টশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক এন্ড ফোর্স)মোঃ মাসুদ রানা, আরআই মোঃ মোবাক্ষের আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।