নিউজ ডেস্ক:
আজ বুধবার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভীন বেগম (৪৫) নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের মো. মজিদ জমাদ্দারের ছেলে মো. শহিদ জমাদ্দার (৫৫) দ্বিতীয় বিবাহ করায় পারিবারিক কলহের জেরে তার প্রখম স্ত্রী তিন সন্তানের জননী পারভীন বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।
এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত পারভীন বেগমের ভাই উপজেলার আমুয়া গ্রামের মো. মনির মোলা জানান, তার বোনকে দা দিয়ে কুপিয়ে স্বামী শহিদ হত্যা করেছেন। এব্যাপারে ভান্ডারিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা করবেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, পারভীন হত্যার দায়ে স্বামী শহিদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। লাশ ভান্ডারিয়া থানা থেকে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।