26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে পেটে ব্যথা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন বৃদ্ধ

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামে মো. মোদাচ্ছের হাওলাদার (৬৫) নামে এক হতদরিদ্র বৃদ্ধ পেটে ব্যথা রোগ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনদের।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোদাচ্ছের ওই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, মোদাচ্ছের দির্ঘদিন ধরে পাকস্থলিতে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। দারিদ্রতার কারণে পরিবার থেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। তিনি পেটব্যথার কারণে মাঝেমধ্যে পাগলের মতো আচরণ করতেন। অসুস্থতার কারণে ও চিকিৎসার অভাবে হতাশা থেকে তিনি গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

মোদাচ্ছের হাওলাদারের ছেলে আবু সালেহ জানান,গতকাল শনিবার রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে বাবাকে বিছানায় না পেয়ে খোজার এক পর্যায়ে বাড়ির পূর্ব দিকে একটি আম গাছের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখে স্থানীয়রা।

মোদাচ্ছের হাওলাদারের চাচাত ভাই সাবেক পুলিশ সদস্য আবদুল বারেক হাওলাদার বলেন, মোদাচ্ছেরের আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। দিনমজুর ছেলে হতদরিদ্র হওয়ায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। সেই হতাশা থেকেই মোদেচ্ছের মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়েন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও লাশের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official