31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালস

দু’দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল। তবে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের জয়ের মধ্যে একটি বৈপিরিত্য আছে। চেন্নাই জিতেছিল সবচেয়ে লোয়েস্ট স্কোরের ম্যাচে।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৭০ রানে অলআউট করে দিয়ে তারা জিতেছিল ৭ উইকেটে। আর দিল্লি জিতেছিল আসরের সর্বোচ্চ স্কোর, ২১৩ রান করে।

এই যখন পরিস্থিতি, তখন দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ মুখোমুখি হলো চেন্নাই এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে আবার টস করতে নামলেন সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সবচেয়ে তরুণ অধিনায়ক স্রেয়াশ আয়ার। এখানে জয় হলো তরুণ স্রেয়াশ আয়ারের এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিলেন তিনি।

দিল্লি একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আজ। ট্রেন্ট বোল্টের পরিবর্তে তারা আজ দলে বাড়িয়েছে একজন স্পিনার। নিয়েছে অমিত মিশ্রকে। তবে চেন্নাই সুপার কিংস তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা. দীপক চাহার, শার্দুল ঠাকুর, হরভজন সিং এবং ইমরান তাহির।

দিল্লি ক্যাপিটালস : শিখর ধাওয়ান, পার্থিব প্যাটেল, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, রিশাব পান্ত (উইকেটরক্ষক), কিমো পল, অক্ষর প্যাটেল, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাদা, অমিত মিশ্র এবং ইশান্ত শর্মা।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official