31 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাথর বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।
শনিবার সন্ধ্যায় সোনাহাট স্থলবন্দর থেকে ভুরুঙ্গামারী-ঢাকা মহাসড়কের পাটেশ্বরী ব্রিজের পশ্চিম পাড়ে এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটে। এতে আনিছুর রহমান আপেল (৩৪) নামের এক মোটর সাইকেলে আরোহীর মৃত্যু হয়।
তিনি রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। নিহত আনিছুর রহমান আপেল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আপেল মোটরসাইকেল যোগে সোনাহাটের নিকটবর্তী বলদিয়া ইউনিয়নে বোনের বাড়িতে যাচ্ছিলেন । সন্ধ্যা পৌনে সাতটার দিকে সোনাহাটের পাটেশ্বরী ব্রিজের পশ্চিম পাড়ে পৌছলে সামনে থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক (রংপুর মেট্রো -ট- ১১০০১৭) ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের চাকার নীচে চলে যান এবং রক্তাক্ত হয়ে গুরুতর ভাবে আহত হন।
এসময় স্থানীয়রা আপেলকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
কুড়িগ্রাম রাজাহাট কৃষি আবহওয়া পর্যবেক্ষণাগারের সদ্য নীলফামারীর ডিমলায় বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমান দুই মাস আগে আমার আগের কর্মস্থল রাজাহাটে যোগদান করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।
ভুরুঙ্গামারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আলমগীর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছিলাম, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official