31 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার।

ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, নিহতরা তিনজনই পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার। প্রত্যেকের বয়স ১১ থেকে ১২ বছর হবে। তবে আমরা এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। তাদের বাড়ি বিজয়পুর এলাকায়।

ওসি আরো বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। বিজয়পুর লেভেল ক্রসিংটি ওই মহাসড়কের ওপর অবস্থিত। ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official