পটুয়াখালীর কলাপাড়ায় নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে যমুনা লাইন নামের একটি বাসের চাপায় হাসান পারভেজ নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে।
পটুয়াখালীর কলাপাড়ায় নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে যমুনা লাইন নামের একটি বাসের চাপায় হাসান পারভেজ নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে।
হাসান পারভেজ ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি এবং কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সাংবাদিক মহলে। গভীর শোক জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান।
কলাপড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু জানান, তার চলে যাওয়া প্রেস ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুর রহমান জাগো নিউজকে জানান, যমুনা লাইন নামের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।