নিখোঁজের ১৬ মাস পর বাসায় ফিরেছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান।
শনিবার (১৬ মার্চ) বিকেলে তিনি নিজেই বাড়ি আসেন।
ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি জানান, তিনি ফিরে এসেছেন বলে শুনেছি। তার বাসায় পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ তার সঙ্গে কথা বলবে।
এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর বিদেশ থেকে আসা মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশ্যে ধানমন্ডির ৯/এ’র বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মারুফ জামান। পরে তার ব্যবহৃত গাড়িটি খিলক্ষেত থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি জিডি করা হয়েছিল।