27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু

পটুয়াখালীতে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের রাতেই সানিয়া আক্তার নামে এক নববধূকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।

রোববার রাতে মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সঙ্গে একই এলাকার সানিয়া আক্তার নামের এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোহাগ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।

সম্প্রতি সানিয়া তাকে বিয়ের প্রস্তাব দিলে সোহাগ টালবাহানা শুরু করে। একপর্যায়ে বুধবার সন্ধ্যার দিকে বিয়ের দাবিতে সানিয়া প্রেমিক সোহাগের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ৪ দিন ওই বাড়িতে অবস্থানের পর স্থানীয়দের চাপে রোববার রাতে বিলবিলাস বাজারের একটি মসজিদে বসে সাড়ে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

বিয়ের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সানিয়া অভিযোগ করেন, বিয়ের দিন রাতে সোহাগ হাওলাদার তাকে তাদের বাড়িতে গেলে তার শাশুড়ি রওশন আরা বেগম ও তার বোন বিউটি সানিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে ওই রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

সানিয়া বর্তমানে প্রতিবেশী এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছেন। এ ঘটনার পর সানিয়ার স্বামী সোহাগ ও শ্বশুর সোবাহান হাওলাদার গাঢাকা দিয়েছেন।

এই বিষয়ে রওশন আরা বেগম বলেন, আমি সানিয়াকে কোনো দিনই পুত্রবধূ হিসেবে মেনে নেব না।

সম্পর্কিত পোস্ট

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

মীমাংসার জন্য ডেকে নিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

banglarmukh official

বরগুনায় ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

banglarmukh official

গৃহবধূকে লাঠি পেটার ভিডিও ভাইরাল, গ্রাম পুলিশ আটক

banglarmukh official