28.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

পটুয়াখালীতে ল‌ঞ্চের রশি ছি‌ড়ে পু‌লিশ সদস্যসহ আহত ১০

পটুয়াখালীতে ল‌ঞ্চের রশি ছি‌ড়ে পু‌লিশ সদস্যসহ অন্তত ১০ জন যাত্রী আহত হ‌ওয়ার ঘটনা ঘটেছে।

আহত‌দের ম‌ধ্যে আশংকাজনক অবস্থায় বগা পু‌লিশ ফা‌ড়ির এক কন‌স্টেবল ও ৮ বছ‌রের এক শিশু‌কে তাৎক্ষ‌নিকভা‌বে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

অপর আহত‌দের প্রাথ‌মিকভা‌বে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৭টার দি‌কে পটুয়াখালীর বাউফল উপ‌জেলার বগা লঞ্চঘা‌টে ঢাকাগামী বিলাসবহুল এম‌ভি সুন্দরবন-১৪ লঞ্চের দড়ি ছিড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, ঘটনার পর লঞ্চ‌টি দেড় ঘন্টা আট‌কি‌য়ে রাখা হয়।

এরপর আহত‌দের সব ধর‌নের চি‌কিৎসাসেবা লঞ্চ কর্তৃপক্ষ বহন করার শর্তে লঞ্চ‌টি রাত ৯টার দি‌কে বগা থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়।

প্রত্যক্ষদর্শী হারুন অর র‌শিদ না‌মের স্থানীয় বা‌সিন্দা জানান, ‘দড়িটি ছি‌ড়ে গি‌য়ে পল্টু‌নে থাকা যাত্রী‌দের ওপর ছিট‌কে প‌ড়ে লঞ্চটি।

এ সময় পু‌লিশ কন‌স্টেবল আবুল হো‌সেনসহ অন্তত ১০ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

এদের অনেকেই পা‌য়ে এবং হা‌তে আঘাত পে‌য়ে‌ছেন।’

ল‌ঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া জানান, ‘সন্ধ্যা সোয়া ৭টার দি‌কে লঞ্চ‌টি বগা ঘা‌টে ভিড়ে যাত্রী উঠা‌তে থা‌কে।

কিছুক্ষণ পর এম‌ভি জামাল-৫ নামের অন্য এক‌টি লঞ্চ যাত্রী উঠা‌নোর জন্য ওই ঘা‌টে ভিড়ে।

এ সময় স্রো‌তের টা‌নে সুন্দরবন-১৪ ল‌ঞ্চের দ‌ড়ি আচমকা ছি‌ড়ে যায়।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তি‌নি ব‌লেন, ‘ওই দড়ি আগে থে‌কেই দুর্বল ছিল। তাই হয়‌তো স্রো‌তের টা‌নে ছি‌ড়ে যায়।

এ ঘটনার পরপর উপ‌স্থিত পু‌লিশ কর্মকর্তাদের সঙ্গে মা‌লিকপ‌ক্ষের দেড় ঘন্টা আলাপ-আলোচনা হয়।

আহতদের চিকিৎসাসেব লঞ্চ কর্তৃপক্ষ বহন করবে সমঝোতার পর লঞ্চ‌টি ঢাকার উদ্দেশে ঘাট ছাড়ে।’

দুর্ঘটনার বিষয়ে পটুয়াখালী নৌবন্দ‌রের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান  জানান, ‘গত ২৭ ফেব্রুয়ারি লঞ্চ‌টি পটুয়াখালী-ঢাকা রু‌টে চলাচ‌লের জন্য উদ্বোধন হয়।

কিন্তু লঞ্চ‌টির তুলনায় এর দ‌ড়ি পুরনো হওয়ায় আজ‌কে এই দুর্ঘটনা ঘ‌টল।

ল‌ঞ্চের মাস্টার ও সুকা‌নি‌কে সব‌কিছু ঠিক ক‌রে যেন ফির‌তি যাত্রা শুরু ক‌রে বলে নিদের্শনা দেয়া হয়েছে।

এ বিষয়ে তা‌দের‌কে সতর্কবার্তা দিয়ে চিঠি দেয়া হ‌বে।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, ‘খবর শু‌নে তাৎক্ষ‌নিকভা‌বে সহকারী পু‌লিশ সুপার মো. ফারুক হো‌সেনসহ অন্যান্য পু‌লিশ সদস্যরা সেখা‌নে হা‌জির হ‌য়ে আহত‌দের ব‌রিশা‌লে পাঠা‌নোর ব্যবস্থা করেন।

প‌রে লঞ্চ‌টিকে ছে‌ড়ে দেয়া হয়।’

তি‌নি জানান, ‘যে‌হেতু এটি এক‌টি অনাকা‌ঙ্ক্ষিত দুঘর্টনা তাই লঞ্চ‌টি না আট‌কি‌য়ে যাত্রী‌দের কথা মাথায় রে‌খে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে।’

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official