বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পটুয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ১০, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ

পটুয়াখালীর দুমকিতে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১০ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে বিএনপির ২২ নেতাকর্মী জামিনের আবেদন করেন। বিচারক মো. আল আমিন ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বাকি আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন– দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিমউদ্দিন শম্ভু। তাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আগে থেকেই কারাগারে ছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করায় তাদের নামে মামলা করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ৫ মার্চ দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।

এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনায় দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৬ মার্চ বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।

ওই দিন রাতেই মামলার তিন নম্বর আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

সর্বশেষ - জাতীয়