বালাকোটে এয়ার স্ট্রাইকে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে ভারতজুড়ে বিতর্ক। এরইমধ্যে ফের বোমা ফাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গত পাঁচ বছরে তিনবার পাকিস্তানে ঢুকে অভিযান চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
সার্জিক্যাল স্ট্রাইক ও সম্প্রতি এয়ারস্ট্রাইকের বাইরে কবে হয়েছে সেই অভিযান? এই প্রশ্নে অবশ্য নীরব ছিলেন রাজনাথ সিং।
শনিবার ভারতের কর্নাটকের ম্যানগালুরুতে এক সভায় এসব কথা বলেন তিনি।
রাজনাথ সিং বলেন, ‘গত পাঁচ বছরে ভারতীয় বিমানবাহিনী তিনবার সীমান্ত অতিক্রম করেছে সাফল্যের সঙ্গে। এরমধ্যে দু’টি অভিযানের কথা আপনাদের সামনে বলতে পারলেও তৃতীয়টির বিষয়ে কোনও কিছু জানাতে পারবো না। এর জন্য আমি ক্ষমা প্রার্থী।