জয়পুরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিনের পাঞ্জাব একাদশে আছেন ক্যারিবীয় দলের মারকুটে ওপেনার ক্রিস গেইল। বাকি তিন বিদেশি হলেন-স্যাম কুরান, মুজিব উর রহমান আর নিকোলাস পুরান।
রাজস্থান একাদশে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। সঙ্গে বেন স্টোকস, জোফরা আর্চার আর জস বাটলার খেলছেন বিদেশি কোটায়।
পাঞ্জাব একাদশ : ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়েল, সরফরাজ খান, নিকোলাস পুরান, মানদ্বীপ সিং, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, অঙ্কিত রাজপুত।
রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, স্টিভেন স্মিথ, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, গৌতম, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি।