অনলাইন ডেস্ক:
পাথরঘাটা –ভান্ডারিয়া –বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি তালতলা সংলগ্ন এলকায় শনিবার সকালে মঠবাড়ীয়া-পিরোজপুরগামী (কুমিল্লা মেট্রো- জ ০৪-০১০৮) সুসমিতা নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় ভান্ডারিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস যাত্রীদের উদ্বার করে।
প্রত্যক্ষ মো: জুয়েল জানান, অল্পের জন্যে প্রাণে রক্ষা পেল অর্ধ শতাধিক যাত্রী। গাড়ীটি একজন হেলপার তাড়াহুড়ো করে চালিয়ে খাদে পড়ে যায়।