অনলাইন ডেস্ক:
বরগুনার তালতলী উপজেলা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা দম্পতিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালতলী বাজারের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাবুল ও তার স্ত্রী হাসিনা বেগম। বাবুল পটুয়াখালী জেলার মহিপুর থানার খাপরাভাঙ্গা গ্রামের মৃত তাজেল মৃধার ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ইয়াবা নিয়ে যাত্রীবেশে তালতলী থেকে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন।
আটক ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।