অনলাইন ডেস্ক:
চলমান পরীক্ষা খারাপ হওয়ায় বরগুনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোসা. সাওদা বিষপান করে আত্মহত্যা করেছেন।
রোববার সন্ধ্যায় বিষপান করলে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।
সাওদা বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মাস্টারের মেয়ে।
তার ভগ্নিপতি শাহীন জানান, চলমান অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা তার খারাপ হয়। এর ফলে ফেল করতে পারে এমন শঙ্কা থেকেই সাওদা বিষপান করতে পারেন বলে তারা ধারণা করছেন।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ফকির জানান, সাওদার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে এসেছি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।