অনলাইন ডেস্ক:
বরিশাল জেলার গৌরনদী উপজেলার নাঠৈ মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে, আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বাস স্ট্যান্ডের হোমিও ব্যবসায়ী সিদ্দিক মোল্লা, মুদি ব্যবসায়ী মাইনুদ্দিন, তৈয়ব আলী, কনফেকশনারী ব্যবসায়ী ওয়াসিম ও মনির খানের ওষুধের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী সিদ্দিক মোল্লার হোমিও প্যাথিক মেডিকেলের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে।