বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজা ও গাঁজাগাছসহ অন্তত ১০ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতের এই পৃথক অভিযানে বাবুগঞ্জ পুলিশ স্থানীয় রাকুদিয়া নামক গ্রাম থেকে ১২টি গাঁজা গাছসহ আল আমিন (৩৫) ও সিংহেরকাঠি এলাকা থেকে ইউসুফ আলী (৩০) নামের অপর ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
একই রাতে বরিশাল শহরের রুপাতলী আদর্শ সড়ক থেকে সাইফুল ইসলামসহ তিনজনকে এককেজি গাঁজা ও লালাদিঘির পাড়ে অভিযান চালিয়ে আরও কেজি গাঁজা উদ্ধার ও বিক্রেতা কাসেমসহ চারজন গ্রেপ্তার করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের মোল্লারহাটে র্যাবের অভিযানে ৪৬০ গ্রাম গাঁজাসহ রুস্তম শিকদার নামের এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।’