নিউজ ডেস্ক:
বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সাতদিন ব্যাপি আন্তঃ স্কুল ভিত্তিক বিজ্ঞান- প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কস্থ উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা ডিসি এস.এম. অজিয়র রহমান।
সিএসসি ধর্মপাল বরিশাল ক্যাথলিক ডাইওসিস কার্যলয় পরিষদের সভাপতি বিশফ লরেন্স সুব্রত হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অতুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিসি এস.এম অজিয়র রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আকতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান,বরিশাল কারিতাস আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন।
এর পূর্বে জাতীয় পতাকা,বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে এবং প্রদিপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিসি।
সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আন্তস্কুল বিজ্ঞান প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে বিজ্ঞানীদের উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা (সিএসসি)।