বরিশালের প্রেম ব্যর্থ এবং পারিবারিক কলহের জের ধরে পৃথক স্থানে তিনজন বিষপান করেছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
তারা হলেন, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের শহীদ মৃধার স্ত্রী রোজিনা বেগম (৩৮), বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের শাহ আলম পাইকের ছেলে রিফাত পাইক (১৭) ও উপজেলার মোল্লাপাড়া গ্রামের সুমন পান্ডের স্ত্রী মনিকা পান্ডে (২১)।
আগৈলঝাড়া হাসপাতালের চিকিৎসক বখতিয়ার আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে রোজিনা বেগম বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে, শুক্রবার রাতে প্রেমে ব্যর্থ হয়ে পরিবারের সকলের অজান্তে রিফাত পাইক বিষপান করে। অভিভাবকরা রিফাকতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
একই রাতে শাশুড়ির সাথে বাকবিতণ্ডা করে মনিকা পান্ডে বিষপান করে। তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানান চিকিৎসনক বখতিয়ার।
