বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর স্টেশন এলাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) পিং, আলি আজম খান,রহমতপুর স্টেশন, এলাকার সেবা মেডিসিন ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। আজ বুধবার (৯ই) মার্চ সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপেক্ষিতে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে লাশ ময়না তদন্ত ছাড়ায় কোতয়ালী মডেল থানা পুলিশ লাশ আপন জনের কাছে হস্তান্তর করার কথা মডলে থানার ওসি তদন্ত লোকমান হোসনে নিশ্চিতি করনে।
নিহত ব্যাক্তির স্বজন আলি আহমেদ, কোতয়ালী মডেল থানায় জেলা প্রশাসকের আদেশের আবেদন-পত্র নিয়ে আসলে সেসময় তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম পানির মোটর ছাড়তে গেলে সেসময় জানালার গ্রিল আগে থেকে বিদ্যুয়াতীত হয়ে থাকে। এক প্রর্যায়ে রফিকুল ইসলাম গ্রিলে হাত রাখলে সেসময় তিনি বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হয়।
এসময় তার পরিবারের সদস্যরা দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। হাসপাতাল কতৃপক্ষ পুলিশ রিপোর্ট করে রফিকুল ইসলামের লাশ মর্গে প্রেরন করেন।
পরিবারের সদস্য ময়না তদন্ত ছাড়া লাশ বাড়িে নিয়ে যাবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে সেই আদেনের পরিপেক্ষিতে পুলিশ প্রশাসনকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আদেশ দেন।