33 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে রং পেন্সিল এর আয়োজনে মুজিব শতবর্ষ পূর্তিতে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে রং পেন্সিল এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর আয়োজনে মুজিব শতবর্ষ পূর্তিতে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ০৩ মার্চ (সোমবার) বরিশাল নগরীর কেডিসি এলাকার চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষ্যে সকাল ১১ টা ৩০ মিনিটে এই বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিমা বেগম। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন পিপীলিকা চ্যারিটি ক্লাবের সম্পাদক মোঃ ইব্রাহিম মাসুম, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন গাজী, মাহাবুব শুভ ও রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্য আকাশ, শান্তা, লোপা, তৈমুর এবং চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য রিনা আক্তার, কাজল, সালমা, লাকি, সিরাজসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক মোঃ আবু কালাম। পবিত্র কোরআন তিলওয়াত এর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং মুজিব শতবর্ষ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, আজকের এই বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ একটি চমৎকার উদ্যোগ। এর আগে তাদের এখানে এই রকম আয়োজন আর হয়নি তাই তিনি রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনকে ধন্যবাদ প্রদান করেন। বিশেষ অতিথি মোঃ ইব্রাহিম মাসুম বলেন, আজকের যারা শিশু আগামী দিন তারই দেশের ভবিষ্যৎ। আর এই সব শিশুদের নিয়ে এই আয়োজনের জন্য রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনকে তিনি স্বাগত জানান। প্রধান অতিথি নাসিমা বেগম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে তেমন কেউ থাকে না। এই শিক্ষা উপকরণগুলি শিশুদের অনেক কাজে আসবে। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা এদের পাশে আছে তাই তিনি কৃতজ্ঞ। সভাপতি শাওন অরন্য বলেন, আমাদের কাছে প্রতিটা শিশুই সমান।আমরা চাই সমাজের প্রতিটা শিশু সমান সুযোগ পাক। সবাই সুন্দর ভাবে লেখা পড়া করে ভাল ভাবে গড়ে উঠুক। আর তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দুপুর ১টায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official