অনলাইন ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গা নিয়ে পূর্ব সাত্রুতার জের ধরে শনিবার সকালে দুই-গ্রুপের মাঝে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৮জন আহত হয়েছেন।গুরুতর আহত ৪ জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের সাইদুল পাটোয়ারীর সাথে বাড়ির জায়গা নিয়ে সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই বিরোধীয় জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায় সংঘর্ষ বাধে। হামলা-সংঘর্ষে উভয় পক্ষের আহতরা সাইদুল পাটোয়ারীর ও তার স্ত্রী আছপিয়া বেগম, জেন্নাত আলী, ফরহাদ, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হাফিজুল ইসলামসহ ৮জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।