বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীবাহী কীর্তনখোলা ১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে আগুন নয়, লঞ্চের সাইলেন্সার পাইপে সমস্যা হয়েছে। সেখান থেকে কালো ধোঁয়া বের হয়েছিল।
এ ব্যাপারে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন- এ বিষয়ে কোন তথ্য তার জানা নেই। খোজঁ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।