বরিশাল নগরীর চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের বিশেষ ও মেট্রোপলিটন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- মেয়াদোত্তীর্ণ ও পঁচা-বাসি খাবার রাখার অপরাধে নগরীর বনফুল বেকারীকে ১০ হাজার টাকা, ওয়েস্টার্ন ফুডকে ৩০ হাজার, চৌমাথা এলাকার লেক ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার এবং ঢাকা সর্মা হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেছেন র্যাবের একটি টিম।