অনলাইন ডেস্ক:
আসন্ন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১২১ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। শুক্রবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
পটুয়াখালী : পটুয়াখালী সদরে মো. গোলাম সরোয়ার, মির্জাগঞ্জে গাজী আতহার উদ্দিন আহম্মেদ, দুমকীতে হারুন-অর-রশীদ হাওলাদার, বাউফলে আবদুল মোতালেব হাওলাদার, দশমিনায় মো. আব্দুল আজিজ, গলাচিপায় মুহম্মদ সাহিন এবং কলাপাড়ায় এস এম রাকিবুল আহসান।
ভোলা : ভোলা সদরে মো. মোশারফ হোসেন, দৌলতখানে মনজুর আলম খান, লালমোহনে গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিনে মো. ফজলুল হক, চরফ্যাশনে মো. জয়নাল আবেদীন এবং মনপুরায় শেলিনা আকতার।
বরগুনা : বরগুনা সদরে শাহ্ মোহাম্মদ ওয়ালি উল্লাহ্, আমতলীয় জি এম দেলোয়ার, বেতাগীতে মো. মাকসুদুর রহমান (ফোরকান), বামনায় মো. সাইতুল ইসলাম লিটু এবং পাথরঘাটায়য় মো. আলমগীর হোসেন।
পিরোজপুর : পিরোজপুর সদরে মো. মজিবুর রহমান, ইন্দুরকানীতে এম মতিউর রহমান, মঠবাড়িয়ায় হোসাইন মোসারেফ সাকু, ভান্ডারিয়ায় মো. মিরাজুল ইসলাম, কাউখালীতে কাজী রুহিয়া বেগম, নেছারাবাদে এস এম মুইদুল ইসলাম ও নাজিরপুরে অমূল্য রঞ্জন হালদার।