26 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশাল শেবাচিমে দুর্ঘটনায় আহত তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

বরিশাল ও ভোলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী ও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বরিশালের আগৈলঝাড়ার সরবাড়ী গ্রামের হাবিবর হালাদারে ছেলে বাবু রাম (৪৫), ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে সুমন বেপারী (৩৫) ও ভোলার চরফ্যাশনের নিলকমল গ্রামের বাসিন্দা আফসারের স্ত্রী আসমা বেগম (২৬)।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, চরফ্যাশনের নিলকমল গ্রামের গৃহবধূ আসমা সোমবার রাত সোয়া ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এছাড়া আগৈলঝাড়ার বাবু রাম সোমবার সকালে উপজেলার আশোকাঠী হাসপাতাল সংলগ্ন সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে ভোলার সুমন বেপারী ট্রলিচালক। সোমবার (৪ মার্চ) তিনি তার নিজের ট্রলি দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে বিকেল পৌনে ৩টার দিকে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official