26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু

মাকে পেটাল ছেলেরা

অনলাইন ডেস্ক:

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে মাকে পিটিয়ে আহত করেছ সৎ ছেলেরা। এ ঘটনায় গুরুতর আহত মা আয়শা বেগম (৬০) জাজিরা হাসপাতালে তিনদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত বুধবার বিকেলে উপজেলার মেহের আলী মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সৎ ছেলেদের হুমকির ভয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারেননি মা। তবে এ নিয়ে আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহত ওই নারী মেহের আলী মাদবর কান্দি গ্রামের মৃত আ. খালেক সরদারের স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে ছেলেদের জমিজমা সংক্রান্ত রিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়িতে গরুর ময়লা নেয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে সৎ ছেলেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চার ছেলে দীন ইসলাম (২৫), রফিক (৪৫), নুরুল ইসলাম (৩০) ও শফিকসহ (৩৫) আরও কয়েকজন মিলে সৎ মা আয়শা বেগমকে মারপিট করতে থাকে।

এ সময় বাধা দিতে গেলে বোন রিনা আক্তারকেও (২০) মারপিট করে তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আহত অবস্থায় জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন মা আয়শা বেগম।

আয়শা বেগম জানান, সৎ ছেলেদের সঙ্গে পারিবাবিক বিরোধ রয়েছে তার। এ নিয়ে ছেলেরা বিভিন্ন সময় তাকে নির্যাতন করে। প্রতিবাদ করার কেউ না থাকায় নির্যাতনের মাত্রা বেড়ে যায় তার ওপর। বিচার চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেয় সৎ ছেলেরা। এ কারণে আইনগত সহযোগিতা চাইতে যাননি তিনি। তবে এ ঘটনায় আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ অসহায় নারী।

এ বিষয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। যদি কেউ থানায় এসে অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

বরিশালে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ

banglarmukh official