33 C
Dhaka
মে ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বাদী কারাগারে

নিজস্ব প্রতিবেদক।।
গণ ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে আসামী পক্ষকে ফাঁসানোর অভিযোগে বাদীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

আজ মঙ্গলবার মৌসুমী বেওয়া আদালতে জামিন শুনানীর প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানী অন্তে জামিনের দরখাস্ত না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, জেলার বদলগাছী উপজেলার কোলা গ্রামের মৃত মোতাহার হোসেন মণ্ডলের মেয়ে মৌসুমী বেওয়া একই উপজেলার গয়ড়া গ্রামের হাবিবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৬ মে তার নিজ বাড়িতে গণ ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালত ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। তৎকালীন ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুল ইসলাম ঘটনাটির অনুসন্ধান পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে আদালত নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে চলতি মাসের নয় তারিখ আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষন দিয়ে সকল আসামীকে খালাস প্রদান করেন। আসামীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবী করে গতকাল ধর্ষিতা দাবী করা নারী মৌসুমী বেওয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ আনয়ন করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করা উক্ত নারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

উল্লেখ্য, মৌসুমী বেওয়া নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ সহিদুল ইসলাম এর স্ত্রী। স্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করেন তার স্বামী উক্ত আইনজীবী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ পি.পি এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official