শনিবার , ৩ মার্চ ২০১৮ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

মিয়ানমার রোহিঙ্গাদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে :বরিশালে শিল্পমন্ত্রী ।

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ৩, ২০১৮ ৮:১৫ অপরাহ্ণ

পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে নিজ দেশে আর ফিরে যেতে আগ্রহী না হয় সেজন্য তাদের মনে ভীতির সঞ্চার করে মিয়ানমার একটা অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার বেলা ১১টায় বরিশালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয় মিয়ানমার রোহিঙ্গাদের সহজে ফেরত নিতে চাইবে না। আজকে আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশের লবিংয়ের কারণে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হচ্ছে। কিন্তু যাদেরকে ফেরত নেওয়া হবে, সেই রোহিঙ্গারা যাতে ফিরতে আগ্রহী না হয় সেজন্য মিয়ানমার সীমান্তে ভীতি প্রদর্শন করে রোহিঙ্গাদের মনে ভীতির সঞ্চার করে একটা অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে।

এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ অন্যান্যরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রচ্ছদ